১ মিনিট সময় লাগবে পড়তে / মন্তব্য করুন
মনে আছে যেদিন প্রথম আমাকে বলেছিলে আর যাই হোক না কেন কখনো আমাকে ছেড়ে যেওনা | আমাকে কখনো ঠকিয়োনা | কথা দাও আমাকে |
সেদিন হয়তো আমি তোমাকে কিসু বলি নি চুপ করে ছিলাম তোমার সেরিয়াসনেস দেখে | আর মনে মনে একটা কথাই ওপর ওয়ালাকে বলেছিলাম আর যাই হোক না কেন এই মানুষটা থেকে আমাকে আলাদা করে দিওনা |
আসলে মন থেকে যদি কিছু চাওয়া হয় সেটা সে পাই | আর আমি মনে করি আমার থেকে বেশি তুমি আমাকে চেয়েছো |
কত্ত ঝড়, কত্ত অভিযোগ, কত্ত রাগারাগি এক পর্যায়ে সব শেষ হয়ে যেতে যেতে আবার জোড়া লেগে যেত |তুমি বলতে এটাই ভালোবাসা |
হ্যাঁ, এটাই ভালোবাসা | আর এই ভালোবাসার পূর্ণতা পেলো ১৫ ডিসেম্বর | ওপর ওয়ালার কাছে লাখ লাখ কোটি শুকরিয়া যে, তোমাকে আমার জন্য লিখে রেখেছে | আমি পূর্ণ হয়েছি তোমাকে পেয়ে |
0 Comments