Teen age

 Teen age  

Teen age আসলে এই সম্পর্কে কি বলা উচিত আমার জানা নেই | কিন্তু নিজের জীবন থেকে এইটুকু বুঝতে পেরেছি যে, এই Teen age  যে নিজেকে সামলিয়ে চলতে পারে সেই আসলে নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে পারে | কিন্তু আদৌ কি কেউ সামলে নিতে পারে নিজেকে এই বয়সটাতে |

এই বয়সটাতে কেন মানুষের এত আবেগ কাজ করে, কেন মানুষের এত ভালোলাগা কাজ করে, কি আছে এই বয়সের মধ্যে, সত্যিই জানিনা |

সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ | আর এই আকর্ষণটা তৈরী হয় এই বয়সটাতে |  জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না |   এই জীবনটা গড়ার মূল সময়টা হলো এই Teen age | 

জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি।  তাই জীবনটাকে হাসি খুশিভাবে উপভোগ করতে হবে কিন্তু ভুল পথে প্রদর্শন করা যাবে না |

জানিনা কতটুকু বাস্তব কথা বলতে পেরেছি কিন্তু নিজের জীবনথেকে কথাগুলো বললাম | আশাকরি সবার ভাল লাগবে |

Mahmuda Asha

Next Page.............................................................................................................................

Post a Comment

0 Comments

Close Menu