নীড়া
নীড়া ইতিমধ্যে Textile Engineering(BSC) শেষ করেছে। নীড়া দেখতে খুব সুন্দর না হলেও মোটামুটি সুন্দর। নীড়ার সবথেকে ভালো গুন হলো সে অসম্ভব সুন্দর গান গেতে পারে। নীড়া একটু নিজের মধ্যে থাকতে পছন্দ করতো। নীড়া পরিবারের সবার ছোট, সবাই তাকে অনেক বেশিই ভালোবাসে। সবার ভালোবাসার সাথে সাথে আর একজন মানুষও নীড়ার জীবনে আসলো তার জীবনের ভালোবাসাকে বাড়িয়ে দিতে।
সে ছিলো নীড়ার সেই ছোট্ট বেলার বন্ধু। নীড়ার বাবার চাকরির সুবাদে সেখান থেকে বদলি হয়ে অন্য
জেলায় চলে যেতে হয় নীড়াদেরকে। তারপর থেকে নীড়ার সাথে আর কোনো যোগাযোগ ছিল না। কিন্তু নিয়তির এমন অদ্ভুত খেলা দীর্ঘ ১৯ বছর পর তাদের সাথে FCEBOOK এর মাধ্যমে আবার যোগাযোগ হলো তার সেই ছোট্ট বেলার বন্ধুদের সাথে। নীড়া বিশ্বাস করতে পারছিলো না যে এতো বছর পর সবাই আবার একসাথে। তারা সবাই মিলে একটা MESSENGER GRUOP খুললো।
তারপর তারা সবাই সেখানে অনেক ভালো সময় পাড় করতো। কিন্তু তখনও নীড়া জানতো না যে তারমধ্যে একজন তাকে এখনও অনেক পছন্দ করে এবং মনেপ্রাণে চাই। নীড়াকে যদিওবা সে কখনও বলেনি,কারন সে মনে মনে অনেক ভয় পেতো। যদি কোনো কারনে তাদের এই সুন্দর বন্ধুত্বের সম্পর্কটা নষ্টো হয়ে যায় এই ভয়ে সে নীড়াকে কখনোই কিছু বলতো না। এভাবেই চলতে লাগলো দীর্ঘ ৬ মাস।
Neera has already completed Textile Engineering(BSC). The nest is not
very beautiful but fairly beautiful. Neera's best quality is that she can sing
incredibly beautiful songs. Neera liked to keep to herself. Neera is the
youngest in the family, everyone loves her very much. Along with everyone's
love, another person also came into Neera's life to increase the love of her
life.
Nesters have to move to the district. Since then there was no further contact with Neera. But after 19 long years of such a strange game of fate, he contacted his childhood friends again through Facebook. Neera couldn't believe that everyone was together again after so many years. They all opened a MESSENGER GROUP together.
Then they all had a great time there. But still Neera didn't know that one of them still likes and wants her very much. He never told Neera though, because he was very scared. He would never tell Neera for fear of ruining their beautiful friendship for any reason. It went on like this for 6 long months.
Continue To Be Next Page......
0 Comments