গুরুত্ব অনেক ছোট একটা শব্দ। কিন্তু প্রতিটা মানুষের জীবনে এই শব্দটার প্রয়োজন। মানুষের মনেও কষ্ট, আক্ষেপ, খারাপলাগা সৃষ্টি হয় শুধুমাত্র এই একটা শব্দের কারণে। আপনি দেখবেন একটা সম্পর্কের খারাপ সময়টা তখনই আসে, যখনই দুইটা মানুষের মধ্যে যেকোনো একজন অপর পাশের মানুষটিকে গুরুত্ব কম দিবে। আর এ ধরনের সমস্যা হয় বেশিরভাগ স্বামী-স্ত্রী এবং প্রেমিক প্রেমিকার মধ্যে।
মানুষ অভ্যাসের দাস। আপনি দেখবেন একটা মানুষকে আপনি যেভাবে দেখিয়ে, পড়িয়ে, শিখিয়ে নিবেন সেই মানুষটা ঠিক সেইভাবে সবকিছু শিখে নেবে। প্রথম থেকে যখন আপনি একজনকে অনেক ভালোবাসা দিবেন, সবক্ষেত্রে তাকে সবার আগে গুরুত্ব দিবেন, তার ভালো খারাপ সবদিকে খেয়াল রাখবেন, তখন সেই মানুষটা সবসময় আপনার গুরুত্ব পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে।
আর যখন এই সব কাজগুলো যখন একটু কম হয়ে যাবে তখনই আপনাকে বলবে তাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না। হ্যা, হতে পারে আপনি আপনার কাজের ব্যাস্ততায় আছেন এরজন্য তাকে যেভাবে সময় দিতেন বা খেয়াল রাখতেন সেভাবে হয়তো পারতেছেন না । কিন্তু, সে মনে করবে আপনার কাছে তার গুরুত্ব কমে গেছে, আপনি আগের মতো তাকে আর ভালোবাসেন না।
কথাটা অনেক হাস্যকর মনে হবে আপনার কাছে।কারন আপনি জানেন আপনি তাকে ঠিক আগের মতই ভালোবাসেন এবং গুরুত্ব ও দেন কিন্তু সে এটা বুঝবে না। আর এখান থেকেই শুরু হয় খারাপ সময়।
প্রতিটা সম্পর্কে এমন ঘটনা অহরহ ঘটছে। কারন সম্পর্কের শুরুতে এমনভাবে গুরুত্ব দিবে যেটা পরবর্তীতে স্থায়ী করে রাখতে পারেনা। তাই গুরুত্বটা এমনভাবে দিতে হবে যাতে পরবর্তীতে সেটা স্থায়ী থাকে। কখনও যাতে মনে না হয় গুরুত্ব কমে গেছে।
১ মিনিট সময় লাগবে পড়তে / মন্তব্য করুন
Translate In English
Importance
Importance is a very small word. But
every person needs this word in their life. Pain, regret, bad feelings are
created in people's minds only because of this one word. You will find that the
bad times in a relationship come when either of the two people underestimates
the other person. And this kind of problem is mostly between husband and wife
and lovers.
People are slaves to habits. You will see that the
way you show, teach and teach a person, that person will learn everything in
the same way. From the beginning, when you give a lot of love to a person, give
him first priority in everything, take care of his good and bad, then that
person always craves for your attention.
And when all these tasks become less and less, it
will tell you that you are not paying attention to him. Yes, you may be busy
with your work and not able to give him the time or attention you used to. But,
she will feel that she has lost her importance to you, that you don't love her
as much as before.
It will seem very funny to you because you know you love and care about him just like before but he won't understand it. And this is where the bad times begin.
Such incidents happen frequently in every
relationship. Because the beginning of the relationship will be important in a
way that it cannot sustain later. So the importance should be given in such a
way that later it will be permanent. Never to feel that the importance has
decreased.
Take 1 minute to read / Comment.
0 Comments