অভিমান

 অভিমান

এই ছোট্ট একটা শব্দের মানে হয়তো আমরা সবাই জানি কিন্তু এর ওজন কতোটা এটাকি জানি?

অভিমান সবসময় প্রিয় মানুষটির ওপর ই বেশি হয়। একটা মানুষকে যখন অসম্ভব পরিমানে ভালবাসা হয় তখন তার সামান্য ভুলে অপর পাশের মানুষটি অভিমান করে ফেলে। আর এই অভিমানটি হয় ক্ষনিকের জন্য। যাতে তার প্রিয় মানুষটি তার কাছে আসে আর অতি আগ্ৰহের সহিত তার মান ভাঙ্গায়। 

এমন পুরুষ মানুষ আছে যারা এই অভিমান দেখে ব্যাকুল হয়ে যায় কিভাবে তার অভিমান ভাঙ্গাবে।

এর ঠিক বিপরীত এ আছে আরেক ধরনের পুরুষ। এই পুরূষগুলো সবসময় চায় তার নিজেরটুকু নিয়ে থাকতে। নিজের ইচ্ছা, নিজের ভালোলাগা, নিজের খারাপ লাগা এদের কাছে সবথেকে বেশি Important. আর যাইহোক না কেনো এসব পুরুষরা কখনও নারীর মন বুঝতে পারে না।

MAHMUDA  ASHA.

Translate  In English

Pride

Maybe we all know the meaning of this small word but do we know how much it weighs?

Pride is always more on the loved one. When a person is loved to an impossible extent, the person on the other side is insulted by his little mistake. And this pride is temporary. So that the person she loves comes to her and breaks her standards with great desire.

MAHMUDA  ASHA

মন্তব্য করুন - শেয়ার করুন



                                                                   Next  Page                                                   

Post a Comment

0 Comments

Close Menu