চাওয়া

 ৩০ সেকেন্ড সময় লাগবে পড়তে / মন্তব্য করুন

কখনও কি ভেবে দেখেছো কতো খানি অভিমান নিয়ে তোমার কাছ থেকে দূরে সরে এসেছি?

কতোটা রাত নির্ঘুম চোখ দিয়ে চাঁদ দেখে কাটিয়ে দিয়েছি | 

কখনো কি জানতে চেয়েছো তোমার বুকে মাথা রেখে কতটা শান্তি পাই ? 

কখনো কি একটা বার চিন্তা করেছো এত অবহেলার পর ও কেন একটা মানুষ বার বার ফিরে আসে | কতটা চাপা কষ্ট এবং আত্মচিৎকার নিয়ে তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছি | 

খুব জানতে ইচ্ছে করে ,আসলেই কি ভালো আছো তুমি ! ঠিক কতটা ভালো আছো ! 

আর একটা কথা কি জানো? 

আমি ভালো আছি কিন্তু মন ভালো নেই |

লিখেছেন
মাহমুদা আশা
Next page...........................................

Post a Comment

0 Comments

Close Menu